April 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 9th, 2025, 10:23 am

ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করলেন দিনমজুর বেলাল

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের শাহনগর গ্রামের বেলাল হোসেন (৫০) নামের এক দিনমজুর চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনের পুর্ব পাশে ঘটে।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক শফিকুল ইসলাম মুন্সি জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বড়ালব্রিজ স্টেশনে বিরতি নেওয়ার পর দুপুর ২টা ৩০মিনিটে ছেড়ে গেলে হঠাৎ পিছন বগির নিচে বেলাল হোসেন নামের ঐ ব্যক্তিটি মাথা ঢুকিয়ে দেন। ফলে সঙ্গে সঙ্গে তার দেহ থেকে মাথা দ্বিখন্ডিত হয়। ফলে তার মর্মান্তিক মৃত্যূ হয়।
ভাঙ্গুড়া থানার সাব-ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতের নাম বেলাল হোসেন। তিনি উপজেলার অষ্টনিষা ইউনিয়নের শাহনগর গ্রামের বাসিন্দা।

নিহত বেলাল হোসেনের প্রতিবেশি এবং পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রী উষা বলেন, বেলাল হোসেন একজন দিনমজুর। তার এক স্ত্রী ও দুটি ছেলে মেয়ে রয়েছে। কয়েকদিন আগে কুমিল্লা জেলায় কাজ করতে গিয়ে কাজ না পেয়ে ফিরে আসেন। তার সংসারে অভাব চলছিল বলেও তিনি জানান। এরপর আজই অন্য কোথাও কাজের জন্য বের হয়েছিলেন। হঠাৎ তার মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। ।