April 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 19th, 2025, 8:04 pm

ভাঙ্গুড়ায় নিখোঁজের পরদিন মিললো স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ

 

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজ হওয়ার পরদিন  পুলিশ এক স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে   শুক্রবার সন্ধ্যায় (১৮ এপ্রিল) পৌরশহরের পল্লি বিদ্যুৎ জাতীয় গ্রীড উপকেন্দ্রের পাশে রেল লাইনের ধার থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম নাহিদ হাসান (১৫) । তিনি সিরাজগঞ্জ জেলার পাশ্ববর্তী উল্লাপাড়া উপজেলার উধুনিয়া খানপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 

 গত বৃহস্পতিবার সকালে এক এসএসসি পরীক্ষার্থিনী সম্পর্কে কাজিনের সাথে তিনি ভাঙ্গুড়া জরিনারহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেট পর্যন্ত একত্রে আসেন। পরীক্ষার পর তার কাজিন অনেক খোজাখুজি করেও তাকে আর পায়নি। অবশেষে পরদিন রেল লাইনের নিচে তার লাশটি পরে থাকতে দেখা যায়। শুক্রবার বিকালে স্থানীয় ব্যক্তিরা লাশটির বিষয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ নিহতের স্বজনরা এসে ঐ লাশ নিখোজ হওয়া ছাত্র নাহিদের বলে সনাক্ত করে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শফিকুল ইসলাম  লাশ  উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিক ভাবে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নিহতের আত্মীয় খানপুর গ্রামের আকবর আলী বলেন,নাহিদের মৃত্যুর ঘটনা মনে নানা সন্দেহের উদ্রেক করেছে । রবিউল ইসলাম নামের আরো এক আত্মীয় বলেন,তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হতে পারে।

অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের মাথায় পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।  শুক্রবার রাত ৯টায় রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়না তদন্তের জন্য ভাঙ্গুড়া থানায় সুরতহাল প্রস্তুত করা হচ্ছিল।।