January 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 25th, 2022, 1:02 pm

ভাবনার সেই জীবন এবার স্ক্রিনে

অনলাইন ডেস্ক :

ভাবনা আক্তার নামে এক নারী বাসচালকের সহকারী হিসেবে কাজ করছেন। এই খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। দেশে নারী যাত্রীদের জন্য চালু হওয়া দোলনচাঁপা বাসে যাঁরা চড়েছেন তাঁরা নিশ্চয়ই চেনেন ভাবনাকে। ভাবনার এই লড়াই হয়তো অনেকের হৃদয় স্পর্শ করেছে। ভাবনার সেই জীবন এবার স্ক্রিনে নিয়ে এলেন নির্মাতা অলোক হাসান। এই নারীর চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। শুক্রবার এর শুটিং সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে নির্মাতা আলোক হাসান বলেন,‘সচরাচর বাসে নারীদের সহকারী হিসেবে দেখা যায় না। যখন পত্রিকার পাতায় ভাবনা নামের ওই নারীর খবর পড়লাম তখন আমার হৃদয়কে সেটা নাড়া দিয়ে যায়। আমার গল্প ভাবনায় এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু। ’ আলোক বলেন, ‘বিআরটিসি কর্তৃপক্ষের এমন উদ্যোগ আমাকে অনুপ্রাণিত করেছে স্ক্রিনে তুলে ধরার জন্য। এই গল্প যেন ছড়িয়ে যায়, এটা আমাদের দেশের সংগ্রামী নাড়ীদের যেমন উৎসাহ যোগাবে তেমনি নাড়ীদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহসের চিহ্ন হিসেবে বিবেচিত হবে। ’এতে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, আমানুল হক হেলাল। নাটকের শুটিং হয়েছে রাজধানীর কড়াইল বস্তিতে, শাপলা চত্ত্বর, কুড়িল ফ্লাইওভার, ও আব্দুল্লাহপুরের কামারপাড়া বাসস্ট্যান্ডে। এটি প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ে। বাস্তবে ভাবনা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। এর আগে তিনি একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তিনি জানান, মার্কেটে দোকানের কাজ তুলনামূলক সহজ ছিল, কিন্তু সময় দিতে হতো অনেক বেশি। মার্কেট বন্ধ হলে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হতো। সংসারের কাজ করতে পারতেন না। আর এখন কাজটা কঠিন, কষ্টের, তবে সম্মান আছে বলে জানিয়েছিলেন প্রতিবেদককে।