পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। রোববার (৫ অক্টোবর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যদি ভারত আবারও যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে যেসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে সেগুলোর ধ্বংসস্তূপের ওপরেই ভারতকে কবর দেওয়া হবে — “ইনশাআল্লাহ।” তিনি নিজের বক্তব্যে ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক উক্তিকে তাদের হারানো বিশ্বাসযোগ্যতা পুনর্লব্ধ করার ব্যর্থ চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে এই ধরনের মন্তব্য উচ্চতম মহলের প্ররোচনায় করা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ৬-০ ব্যবধানে পরাজয়ের পরও যদি তারা (ভারত) আবার চেষ্টা করে, পাকিস্তানের ফল আরও ভালো হবে। তিনি দাবি করেছেন যে ওই পরাজয়ের পর ভারতের জনমত এখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধেই সরে গেছে এবং নেতাদের বক্তব্য সেটাকেই প্রতিফলিত করছে। পোস্টে তিনি উল্লেখ করেন, “পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র; আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার, ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে। আল্লাহু আকবর।”
পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)ও ভারতের নেতাদের সতর্ক করে জানিয়েছে যে উসকানিমূলক ও উগ্র মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরি করতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসার ঝুঁকি থাকতে পারে
এর আগে ভারতীয় নেতৃত্বের একই রকম কড়া ভাষ্যের ধারাবাহিকতা ছিল। একদিন আগে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, দেশটি যদি মানচিত্রে তার জায়গা ধরে রাখতে চায়, তাহলে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে। তিনি রাজস্থানের এক সেনা পোস্টে (শুক্রবার, ৩ অক্টোবর) দাবি করেন, ‘আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না… এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।’
তাছাড়া, বৃহস্পতিবার গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সেনাদের উদ্দেশ্যে বলেছেন, ‘পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।’
উল্লেখ্য, পাকিস্তানের প্রতিক্রিয়ার সময়কাল ও ভারতীয় নেতাদের মন্তব্যগুলোর এই ধারাবাহিকতায় দুইপার্শ্বের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ