January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 16th, 2022, 1:08 pm

ভারতকে নিষিদ্ধ করল ফিফা

ফাইল ছবি

‘তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে’ ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

১১ অক্টোবর থেকে ভারতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এই নিষেধাজ্ঞার ফলে টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হবে কি না অনিশ্চয়তায় পড়ে গেল।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) ফিফা কাউন্সিলের ব্যুরো সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ করেছে। এ ধরণের হস্তক্ষেপ ফিফা আইনের গুরুতর লঙ্ঘন।’

এতে বলা হয়, ১১-৩০ অক্টোবর ভারতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা, তবে এই নিষেধাজ্ঞার ফলে বর্তমান পরিকল্পনা অনুযায়ী সেখানে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে না।

ফিফার বিবৃতিতে নিষেধাজ্ঞা তুলে নেয়া প্রসঙ্গে বলা হয়, ‘এআইএফএফ নিজেদের প্রাত্যহিক কাজে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

এতে বলা হয়, ‘ফিফা ভারতের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক গঠনমূলক যোগাযোগ রাখা হচ্ছে এবং আশাবাদী যে এ বিষয়ে একটি ইতিবাচক ফলাফল এখনও অর্জন করা যেতে পারে।’

চলতি বছরের মে মাসে ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফে প্রশাসকদের একটি কমিটি ঠিক করে দেয়, তবে পরের মাসে এই কমিটি পরামর্শক হিসেবে আরেকটি কমিটি বাছাই করে। কিন্তু ফিফার আপত্তিতে সেই কমিটি ভেঙে যায়।

—ইউএনবি