January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 16th, 2021, 7:38 pm

ভারতকে হারিয়ে ফাইনালে রুবেল-দিয়া

নিজস্ব প্রতিবেদক:

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশের ছিল না কোনো সাফল্য। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দীকি জুটির হাত ধরে কাটছে সে খরা। এই জুটি উঠেছেন রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে। আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার সেমি-ফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিল জুটিকে ৫-৪ সেট পয়েন্টে হারান রুবেল-দিয়া। আগামী ১৯ নভেম্বর সেরা হওয়ার লড়াইয়ে তারা মুখোমুখি হবেন দক্ষিণ কোরিয়ার জুটির। এর আগে কোয়াটার-ফাইনালের বৈতরণী রুবেল-দিয়া পার হন সহজ জয়ে। ইরানের মাহতা আব্দুল্লাহি-রেজা শাবানি জুটিকে তারা হারান ৬-২ সেট পয়েন্টে। রিকার্ভ পুরুষ দলগত বিভাগে জমজমাট লড়াই করে আশা জাগিয়ে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। রোমান সানা-রুবেল-রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া দল বাই পেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে। উজবেকিস্তানকে ৬-০ হারিয়ে ওঠে পরের ধাপে। সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৪-৪ সমতার পর একটি করে তির ছোঁড়ার পর্বেও ছিল ২৭-২৭ সমতা। কিন্তু ভারতের আর্চারদের তির ‘বুলস আইয়ের’ কাছাকাছি থাকায় ফাইনালে ওঠে তারা। ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। মেয়েদের দলগত রিকার্ভেও সেমি-ফাইনালে হেরেছে নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়াকে নিয়ে গড়া বাংলাদেশ দল। উজবেকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে দিয়াদের প্রতিপক্ষ ভিয়েতনাম।