অনলাইন ডেস্ক :
ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। সেটা হোক মাঠে কিংবা কথার লড়াইয়ে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এসে যেন খেই হারিয়ে ফেলে পাকিস্তান। সর্বশেষ ১২ বার মুখোমুখিতে প্রতিবারই জিতেছে ভারত। তবে এবার সেই লজ্জার রেকর্ড ভাঙতে চায় বাবর আজমরা। এজন্য প্রায় সব রকম চেষ্টাই করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে বাবরদের বাড়তি অনুপ্রেরণা দিতে ম্যাচ ফির ৫০ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। বর্তমানে টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচের জন্য পাকিস্তানি ক্রিকেটাররা ৩ লাখ ৩৮ হাজার ২৫০ রুপি করে পেয়ে থাকেন। অর্থাৎ রোববার ভারতকে হারাতে পারলে আরও প্রায় ১ লাখ ৭০ হাজার রুপি পাবেন তারা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলকে হারাতে পারলেও একই পুরস্কার পাবে শাহিন আফ্রিদিরা। পিসিবি থেকে আরও একটি পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সেটি হলো- বিশ্বকাপ জিতলে ম্যাচ ফি ৩০০ শতাংশ বাড়িয়ে দেওয়া হবে।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ