March 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 15th, 2025, 2:30 pm

ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, জাল পাসপোর্ট বানাচ্ছেন বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক:

কলকাতায় ১০০টির বেশি ভুয়া পাসপোর্ট তৈরি হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, এসব পাসপোর্ট যারা বানিয়েছেন তাদের বেশিরভাগ বাংলাদেশি। যদিও এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তৈরি হয়েছিল ১৩০টি পাসপোর্ট। এই পাসপোর্টগুলোর মধ্যে ১২০টির মালিক বাংলাদেশি নাগরিক।

‘কলকাতার লাগোয়া এলাকা থেকে একটি চক্র ভুয়া পাসপোর্ট বানানোর কাজ করে। জাল নথি তৈরি করানো থেকে পুলিশ ভেরিফিকেশন, সব কিছুর জন্য রয়েছে আলাদা আলাদা দর।’

ওয়ালের প্রতিবেদনে বলা হয়, এই চক্রের সঙ্গে যোগাযোগ করেই একাধিক বাংলাদেশি জাল পাসপোর্ট বানিয়েছেন। তবে তারা যোগাযোগ ঠিক কার সঙ্গে করেছিলেন, কত টাকা লেগেছিল, পাসপোর্ট পেলেন কীভাবে, সেইসব তথ্য এখনও হাতে আসেনি পুলিশের। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির সন্দেহ, ভুয়া পাসপোর্ট কাণ্ডে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে।

এতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চক্রটি প্রাক্তন পুলিশের সঙ্গে মিলিত হয়ে কমপক্ষে ২৫০টি জাল পাসপোর্ট তৈরি করেছে। প্রাক্তন পুলিশ কর্মী ছাড়াও পুলিশের আরও অনেকে এই চক্রে জড়িত। সবার মাঝেই অর্থ লেনদেন হয়েছে। সেই লেনদেনের পরিমাণ কত, সেই টাকা কতজন পেয়েছেন, তা জানতেই তৎপর ইডি।