April 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 14th, 2024, 9:35 pm

ভারতীয় গায়িকার সঙ্গে আসিফের গান, মডেল সেই ভাইরাল সিঁথি

নিজস্ব প্রতিবেদক:
‘বুর্জ খলিফা’ গানটি গেয়ে সম্প্রতি জনপ্রিয়তা পেয়েছেন ভারতীয় গায়িকা নিকিতা গান্ধী। তার সঙ্গে এবার সংগীতশিল্পী আসিফ আকবর নতুন গান করছেন। আর এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে বেছে নিয়েছেন কোটা আন্দোলনের সময় রাজপথ কাঁপানো অগ্নিকন্যা ফারজানা সিঁথিকে।

তিনি গেল আগস্টে একটি ঘটনায় সেনবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে ভাইরাল হন এবং সমালোচনার মুখে পড়েন।

সেই সিঁথির সঙ্গে মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আসিফ আকবর কিছু ছবি পোস্ট করেন ফেসবুক। ক্যাপশনে জানান, নতুন গানটির খবর।

‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাড়া আজ সব অচেনা’ -এমন কথার গানটি আসিফ আকবর গাইবেন বাংলা ও হিন্দি ভাষায়। ‘ইচ্ছেরা’ শিরোনামের বাংলায় গানটির কথা লিখেছেন বুদ্ধাদিত‍্য মুখার্জি।

হিন্দি ভাষায় গানটির শিরোনাম বেপানা দিল, কথা লিখেছেন শাদাব আখতার। গানের সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ‘ইচ্ছেরা’ গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। গানটির রেকর্ডিং হয়েছে আরও পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের ভিডিও নির্মাণের কাজ। নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।’

গানটির শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে। মিউজিক ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।