ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক) আবারও চালু হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকালে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শেষে কেন্দ্রটি স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
এক বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানায়, আজ সকালে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পর ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে এবং নিয়মিতভাবে ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। আবেদনকারীদের সাময়িক অসুবিধার বিষয়টি তারা উপলব্ধি করছেন বলেও উল্লেখ করা হয়।
হাইকমিশন আরও জানায়, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির আলোকে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম নিয়মিতভাবে পুনর্মূল্যায়ন করা হবে। একই সঙ্গে বাংলাদেশের অন্যান্য আইভেকগুলোতে ভিসা পরিষেবাও সংশ্লিষ্ট এলাকার বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির ভিত্তিতে পর্যালোচনা করা হচ্ছে।
প্রসঙ্গত, জুলাই গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’।
এই কর্মসূচির প্রেক্ষাপটে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি পর্যালোচনার পর বৃহস্পতিবার থেকে কেন্দ্রটি আবারও চালু করা হলো।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর
হাসিনার অনুসারীদের ‘অস্বাভাবিক’ জামিন নিয়ে আইন উপদেষ্টার উদ্বেগ
বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে ১০ লাখ মৃত্যু: বিশ্বব্যাংক