January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 19th, 2022, 8:27 pm

ভারতীয় রুপির মান ডলারের বিপরীতে ৮০ টাকায় নেমে এসেছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্নে নেমে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) প্রথমবারের মতো ডলারের বিপরীতে ৮০ টাকায় নেমে এসেছে রুপি। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ডলারের মানের এই পতন সর্বকালের রেকর্ড সর্বনিম্ন। মঙ্গলবার (১৯ জুলাই) বাজার খোলার সময়ে ডলার প্রতি ভারতীয় রুপির দাম ৭৯.৯৮ টাকায় ছিল। কিছুক্ষণ পর তা ৮০.০১৭৫ এ নেমে আসে। রুপির মানের পতনে এটিই সর্বকালের রেকর্ড সর্বনিম্ন। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের কারণ কী? প্রাথমিকভাবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন সংঘাত, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে ভারতীয় রুপির মানের রেকর্ড পতন হয়েছে। সোমবার দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত রুপির মানের ধারাবাহিক পতন হয়েছে। এই সময়ে মার্কিন ডলারের বিপরীতে প্রায় ২৫ শতাংশ কমেছে ভারতীয় মুদ্রার দর। তিনিও রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে আর্থিক অবস্থার প্রভাবই ভারতীয় মুদ্রার পতনের প্রধান কারণ বলে লোকসভায় জানান দেশটির কেন্দ্রীয় এই অর্থমন্ত্রী। সীতারামন বলেন, চলতি অর্থবছরে দ্রুত বেরিয়ে যাচ্ছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ। এখন পর্যন্ত ভারতীয় ইকুইটি বাজার থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটি ভারতীয় মুদ্রার দর পতনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।