January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 7th, 2021, 8:59 pm

ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুত করোনা সংক্রামক প্রতিরোধে লাইফ সাপোর্ট সমন্বিত ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে শনিবার (৭ আগষ্ট) বেনাপোলে পৌঁছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় বৃহস্পতিবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বন্দরে উপহারের গাড়িগুলো রাখা হয়। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো শনিবার (৭ আগষ্ট) সকাল ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বেনাপোল আসে। উপহার হিসেবে পাওয়া এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে বলে জানা গেছে। বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার (৭ আগষ্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনের নামে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো খালাশ নিতে উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রোববার বেনাপোল কাস্টমস কাগজপত্র দাখিল করবে। বন্দর এবং কাস্টমসের কার্যক্রম শেষে অ্যাম্বুলেন্সগুলো ওইদিনই ঢাকার উদ্দেশে বেনাপোল ছেড়ে যাবে।