December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 3rd, 2023, 8:01 pm

ভারতের কাছে বাংলাদেশের বড় ব্যবধানে হার

অনলাইন ডেস্ক :

১৯তম এশিয়ান গেমস কাবাডিতে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। মঙ্গলবার ৫৫-১৮ পয়েন্টে হেরে গেছে তুহিন তরফদারের দল। চীনের হাংজুর জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টার জিমনেসিয়ামে শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরে ভারত। প্রথমার্ধে ২৪-৯ পয়েন্টে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে আরও ৩১ পয়েন্ট তুলে নেয় ভারত। ম্যাচে চার লোনা তাদের। ম্যাচ শেষে বাংলাদেশের ভারতীয় কোচ রমেশ গিরি বেন্ডি তরুণদের আরও সময় দিতে বলেছেন।

আশাবাদ ব্যক্ত করেছেন বাকি দুই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে। কাল চাইনিজ তাইপের সঙ্গে তৃতীয় ম্যাচ খেলবে লাল সবুজ দল। ভারোত্তোলনে ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে বি গ্রুপে তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ নাইম হোসেন। মোট ২৫৫ কেজি ওজন তোলেন তিনি। স্ন্যাচে ১১৫ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজি। বি গ্রুপে চারজন অংশ নিলেও মঙ্গোলিয়ার ভারোত্তোলক শেষ করতে পারেননি তার অংশ। এর মধ্য দিয়ে এবারের গেমসে শেষ হলো ভারোত্তোলনে বাংলাদেশের অংশগ্রহণ।

ক্রিকেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশের ছেলেদের অভিযান। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে নামবে সাইফ হাসানের দল। ঝেইঝ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। তিনদিন আগে হাংজু পৌঁছে অনুশীলন শুরু করেছেন সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। মঙ্গলবার স্টেডিয়ামের পাশে প্র্যাকটিস উইকেটে দীর্ঘক্ষণ ঘাম ঝরিয়েছেন তারা।