অনলাইন ডেস্ক :
এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের ফলাফল আশাব্যঞ্জক নয়। বিদায় অনেকটা নিশ্চিত। তবে প্রতিবেশী ভারত শেষ ম্যাচ খেলার আগেই সুখবর পেয়ে গেছে। মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে তারা টিকিট কেটেছে এশিয়ান কাপের মূল পর্বের। বাছাইয়ে ফিলিস্তিন ৪-০ গোলে ফিলিপাইনকে হারানোতেই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সবকিছু নিশ্চিত হয়ে গেছে। তাতে এই প্রথম ব্যাক টু ব্যাক এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সুনীল ছেত্রীরা। বাছাইয়ে গ্রুপ রয়েছে মোট ৬টি। প্রতিটি গ্রুপ থেকে মূল পর্বে যাবে গ্রুপ চ্যাম্পিয়নরা। আর ৬ গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থাকা সেরা ৫টি দল তাদের সঙ্গে যাবে। ভারত অবস্থান করছে গ্রুপ ‘ডি’ তে। ২ ম্যাচে ভারত ও হংকংয়ের দুই দলেরই সমান ৬ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে ভারতীয়রা দুইয়ে অবস্থান করছে। অপর দিকে ফিলিস্তিন, ফিলিপাইন আছে গ্রুপ ‘বি’ তে। এই হারের পর ফিলিপাইন দ্বিতীয় স্থানে থাকলেও বাছাই শেষ করলো চার পয়েন্টে। যেহেতু দ্বিতীয়স্থানে থাকা সেরা ৫টি দল চূড়ান্ত পর্বে যাবে। ওই হিসেবে তাদের চেয়ে পয়েন্টে এগিয়ে আছে সুনীল ছেত্রীর দল। এরই মধ্যে ভারত তাদের গ্রুপ সঙ্গী কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়েছে। আফগানিস্তানের বিপক্ষেও ইনজুরি টাইমের গোলে জিতেছে ২-১ গোলে।
আরও পড়ুন
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন