অনলাইন ডেস্ক :
সারা ক্রিকেটবিশ্ব যে ম্যাচ দেখার অপেক্ষায় বসে থাকে, সেই ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। দুই বল বাকি থাকতে ৫ উইকেটের রুদ্ধশ্বাস জয় আসে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে। তবে শুধু কি হার্দিক পান্ডিয়া? আইসিসির একটা আইনও ভারতের জয় ত্বরান্বিত করেছে বলে মনে করছেন অনেকে। সেই আইনের নাম হলো ‘ইন ম্যাচ পেনাল্টি’। গত রোববার রবিবারের ম্যাচে ভারত-পাকিস্তান দুই দলই স্লো ওভার রেটিংয়ের দোষে দুষ্ট হয়েছে। যে কারণে দুই দলকেই শেষ তিন ওভার ফিল্ডিং করতে হয়েছে বৃত্তের ভেতর একজন ফিল্ডার বেশি নিয়ে। প্রথম ইনিংসে সেটা ভারতের জন্য খুব একটা সমস্যা সৃষ্টি না করলেও ভারতের রান তাড়ার সময় এই আইন বড় ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের মত। কারণ পাকিস্তানও তখন বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে খেলেছে। এখনকার ক্রিকেটে প্রতিটি ম্যাচের ইনিংস শেষ হওয়ার নির্দিষ্ট সময় থাকে। গত জানুয়ারিতে হালনাগাদ করা আইসিসির আইনে ইনিংসের শেষ ওভার শুরু করারও একটা সময় নির্দিষ্ট করা হয়েছে। ওই সময়ের মাঝে শেষ ওভার শুরু করতে না পারলে যত ওভার বাকি থাকবে, তত ওভার বৃত্তের বাইরে পাঁচজনের বদলে সর্বোচ্চ চারজন ফিল্ডার রাখা যাবে। গত রোববার দুই দলই এই আইনের প্যাঁচে পড়েছিল। কিন্তু বেশি ভুগতে হয়েছে পাকিস্তানকে।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি