January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 1st, 2022, 8:26 pm

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিনয় মোহন

প্রবীণ কূটনীতিক বিনয় মোহন কোয়াত্রা রবিবার ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

কর্মজীবনের ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতার কূটনীতিক কোয়াত্রা বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন, যিনি চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন। এর আগে তিনি নেপালে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন।

“শ্রী বিনয় কোয়াত্রা আজ সকালে পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। #টিমএমইএ পররাষ্ট্র সচিব কোয়াত্রার সামনে একটি ফলপ্রসূ এবং সফল মেয়াদ কামনা করে,” ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করেছেন।

কোয়াত্রা ১৯৮৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফসি) যোগদান করেন। তিনি ২০১৭ সালের আগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন৷

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে ভারতের কূটনীতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রিংলা ২০২০ সালের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

—ইউএনবি