Wednesday, January 26th, 2022, 8:04 pm

ভারতের প্রজাতন্ত্র দিবস: হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

আজ ২৬ জানুয়ারি ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে এদিন সকাল থেকে দুই দেশের মধ্যে কোনো ধরণের পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করবে না।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান জানান, আজ ২৬ জানুয়ারি ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এ কারণে সেখানে আজ সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়িরা হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম।

তবে বন্দরের বাংলাদেশ অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টে আমদানিকৃত পণ্য খালাস কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রী আসতে পারবে। বন্ধের সাথে এর কোনো সম্পর্ক নেই।

—-ইউএনবি