অনলাইন ডেস্ক :
আগামী ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। সেই ম্যাচে পাকিস্তান চাপে থাকবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে গম্ভীর বলেন, ‘আমি নিশ্চিত পাকিস্তানের ওপর অনেক বেশি চাপ থাকবে কারণ বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে ৫-০ তে এগিয়ে ভারত। ভারতের ওপর চাপ থাকবে কি-না এমন কথা আমাদের বলা উচিত না, বরং পাকিস্তানের ওপর অনেক চাপ থাকবে।’ পাকিস্তান চাপে থাকলেও টি-টোয়েন্টিতে যেকোনো কিছু ঘটতে পারে স্বীকার করেছেন গম্ভীর।তিনি বলেন, ‘এই মুহূর্তে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে। আফগানিস্তানের মতো দলগুলো অঘটন ঘটাতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা। তবে পাকিস্তানের ওপর চাপ থাকবে।’
আরও পড়ুন
এবার কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলী
ট্রাম্প-পুতিন যত বেশি দেখা করবেন, বিশ্ব শান্তির জন্য তত ভালো হবে: ফিফা প্রধান
চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা