December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 8th, 2022, 7:45 pm

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ১৭ সদস্যের এই দল ঘোষণা করা হয়েছে। ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ খেলতে না পারা তামিম ইকবাল প্রথম টেস্টেও খেলতে পারছেন না। তবে সাবেক অধিনায়ক মমিনুল হক ঘরোয়া ক্রিকেটে বাজে পারফরম্যান্স করলেও টেস্ট দলে সুযোগ পেয়েছেন। নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান জাকির হাসান। আছেন পেসার রেজাউর রহমানও। বাংলাদেশ দল : মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক বিজয়।