December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 27th, 2024, 2:34 pm

ভারতের বিহারে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে একটি ধর্মীয় উৎসবে স্নান করার সময় ডুবে গিয়ে ৩৭ শিশুসহ অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জীবিতপুত্রিকা উৎসবের অংশ হিসেবে লোকজন পবিত্র স্নান করতে রাজ্য জুড়ে নদী ও পুকুরে জড়ো হয়েছিল।

বিহারের বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মকর্তারা জানান, বুধবার উৎসব চলাকালীন রাজ্যের ১৫টি জেলা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।