টাঙ্গাইল প্রতিনিধি :
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত প্রাচীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। কুমুদিনী হোমস কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং গভীর। ধর্মীয় ও সাংস্কৃতিক আদান-প্রদান এই বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। ভিসা সংক্রান্ত জটিলতা খুব শিগগিরই সমাধান হবে। বর্তমানে মেডিকেল ভিসা চালু রয়েছে।”
মন্দির পরিদর্শনের সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা আরও মজবুত করবে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত