নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারত অংশে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশির লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক চলছে। আশরাফ কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালাইরাগ সীমান্তে সীমানা পিলার ১২৫১-এর ওপারে লাশ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্ত এলাকার জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। সেদিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন তার পরিবারের সদস্যরা।
খোঁজাখুঁজির এক পর্যায়ে কালাইরাগ সীমান্তের ১২৫১ পিলারের প্রায় দেড় শ গজ ভেতরে ভারতীয় অংশে আশরাফের লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিজিবিকে খবর দেওয়া হয়।
পরবর্তীতে বিজিবি ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগের পর বিকেলে উভয় পক্ষ বৈঠকে বসে। এ প্রতিবেদন লেখার সময় দুই পক্ষের বৈঠক চলছিল।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ। তিনি বলেন, ‘ভারতের প্রায় দেড় শ মিটার ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে আশরাফের পরিবারের লোকজন বিজিবিকে জানায়। পরে বিজিবি ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিজিবির সঙ্গে বিএসএফ বৈঠক চলছে। সেখানে পুলিশেরও প্রতিনিধি আছেন।’
কিভাবে মৃত্যু হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘অনেকে বলছেন গুলিতে। কিন্তু গুলিতে নাকি অন্য কোনোভাবে সেটা এত দূর থেকে নিশ্চিত করে বলা কঠিন। লাশ পাওয়া গেলে ময়নাতদন্ত সাপেক্ষে বলা যাবে।’
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার