অনলাইন ডেস্ক :
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। সেই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ করা নিয়ে রয়েছে শঙ্কা। সদ্য সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতীয় দল যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে বিশ্বকাপ খেলতে ভারতে সফর করবে না পাকিস্তান দল। দায়িত্ব নিয়ে এই বিষয়ে কথা বলেছেন পিসিবির নতুন চেয়ারম্যান নাজম শেঠি। আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রসঙ্গে শেঠি বলেন, ‘যদি সরকার বলে যে ভারতে যেও না, তাহলে আমরা যাব না। ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক মাথায় রেখে সত্যি কথাটা বলা দরকার। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা বা সে দেশে যাব কিনা, এটা সরকারি মহলে সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার। ’পাকিস্তানের মাটিতে আসন্ন এশিয়া কাপ প্রসঙ্গে শেঠি বলেন, ‘আগে দেখে নিই পরিস্থিতি কী। সেই অনুযায়ী এগোতে হবে। যে সিদ্ধান্তই নিই না কেন, বাকিদের থেকে যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়ি সেই খেয়াল রাখব সবসময়। ’ মিকি আর্থারকে ফের কোচ করা সম্পর্কে শেঠি জানান, ‘এই মুহূর্তে মিকি (আর্থার) ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ। ওর সঙ্গে কথা বলেছি। আগামী ৮-১০ দিনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ’
আরও পড়ুন
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের