January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 25th, 2023, 7:54 pm

ভারতের মেয়েদের ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক :

কয়েক দিন আগেই রানের হিসাবে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় নারী দল। এবার ঘরের মাটিতে আরো এক ইতিহাস গড়লেন ভারতীয় নারীরা। প্রথম বারের মতো অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল তারা। একমাত্র টেস্টে মুম্বাইয়ের ওয়াংখেড স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। এর আগে গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২১৯ রান তোলেন সফরকারীরা। এরপর স্বাগতিক ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৪০৬ তোলে।

দ্বিতীয় ইনিংসে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৬১ রানে গুটিয়ে যান অস্ট্রেলিয়ার মেয়েরা। ফলে ৭৫ রানের লক্ষ্য পান স্বাগতিকরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নেয় হারমানপ্রীত দল। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয় ভারতীয় অলরাউন্ডার স্নেহ রানা। এর আগে ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে সাদা পোশাকে খেলতে নামে ভারত। এই সিরিজের আগ পর্যন্ত দশটি টেস্ট ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সেসব ম্যাচে অস্ট্রেলিয়ার মেয়েদের জয় চারটি ম্যাচে এবং বাটি ৬ ম্যাচ ড্র হয়। ১১তম ম্যাচে এসে প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার মেয়েদের হারাতে সক্ষম হন ভারতের মেয়েরা।