October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 5:07 pm

ভারতের লাদাখে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাতভর অভিযান চালিয়ে পুলিশ সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট ৫০ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানের মধ্যে লেহ নগর প্রশাসনের কাউন্সিলর ও কংগ্রেস নেতা ফুন্তসোগ স্তানজিন সেপাগের নামও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেপাগ বিক্ষোভ সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং বিজেপি কার্যালয় ও নগর প্রশাসন ভবনে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। পাশাপাশি, লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ুকর্মী সোনাম ওয়াংচুককেও বিক্ষোভ উসকানির অভিযোগে দায়ী করা হয়েছে।

গত ১৫ দিন আগে রাজ্য স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেছিলেন সোনাম ওয়াংচুক। এই সময়কাল ধরে তার ভক্ত-অনুসারীরা তার পাশে ছিলেন। তবে গতকাল দুপুরে তিনি তাদের উদ্দেশে নেপালের সাম্প্রতিক জেন-জীবন আন্দোলনের উদাহরণ তুলে ধরে উসকানিমূলক বক্তব্য দেন। তার বক্তব্যের পর সমাবেশ থেকে অনেকেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন, যার পরিপ্রেক্ষিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, “অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য গত ১৫ দিনে সোনাম ওয়াংচুককে অনেক নেতা অনুরোধ করেছেন, কিন্তু তিনি এসব অনুরোধ উপেক্ষা করেছেন। আরব বসন্ত ও নেপালের সাম্প্রতিক জেন-জীবন আন্দোলনের উদাহরণ দিয়ে উসকানিমূলক বক্তব্যে তিনি অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছেন।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “সোনাম ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যের পর লেহে যে মব সহিংসতা শুরু হয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে।”

প্রসঙ্গত, গত তিন বছর ধরে লাদাখবাসীর একটি বড় অংশ এই কেন্দ্রশাসিত অঞ্চলটিকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করে আসছে। স্থানীয়রা মনে করেন, লাদাখের ভূমি, সংস্কৃতি ও সম্পদের সুরক্ষার জন্য এই স্বীকৃতি অপরিহার্য।

 

এনএনবাংলা/