April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 19th, 2025, 12:14 pm

ভারতের সিনেমা বাংলাদেশে এক নম্বরে

নিজস্ব প্রতিবেদক

কেবল বলিউডেরই নয়, ভারতের নানা রাজ্যের-ভাষার সিনেমাগুলো দিন দিন উপমহাদেশের দর্শকের কাছে প্রিয় হয়ে উঠছে। বিশেষ করে বাংলাদেশে খুবই জনপ্রিয় দক্ষিণ ভারতের সিনেমা ও সেখানকার তারকারা। দর্শকের পছন্দের এই বিষয়টি উপলব্দি করে বাংলাদেশের সিনেমাতেও প্রযোজক ও নির্মাতারা তামিল-তেলেগুর আমেজ রাখছেন আজকাল।

হলে বসে দেখার সুযোগ না হলেও ওটিটির কল্যাণে সবসময়ই ভারতের সিনেমা বাংলাদেশে ট্রেন্ডিংয়ে থাকে। সর্বশেষ সেই চিত্র দেখা গেল ‘টেস্ট’ সিনেমার বেলাতেও। এটি সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। আর মুক্তির পর ছবিটি সবচেয়ে বেশি দেখেছেন বাংলাদেশের দর্শক। নেটফ্লিক্সের দেয়া তথ্য থেকে এমনটাই জানা গেল।

মাধবন, নয়নতারার এবং সিদ্ধার্থের ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে নেটফ্লিক্সে ৫.২ মিলিয়ন ভিউ অর্জন করেছে। এতে করে ২০২৫ সালে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ভারতীয় ছবির তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে এই থ্রিলার ছবিটি। তালিকায় বর্তমানে ছবিটি ষষ্ঠ স্থানে রয়েছে।

এদিকে ছবিটি ভিউয়ের তালিকায় ভারতে প্রথম না হলেও বাংলাদেশে আছে শীর্ষে। এছাড়া শ্রীলঙ্কা, কাতার এবং আরব আমিরাতেও এটি সপ্তাহের শীর্ষ ১০ ছবির তালিকায় প্রথম স্থানে রয়েছে। পাশাপাশি ভারত, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, সিঙ্গাপুর, মরিশাস এবং নাইজেরিয়াতেও ছবিটি শীর্ষ দশে রয়েছে।

ভারতের সিনেমা বাংলাদেশে এক নম্বরেনেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত দ্বিতীয় সপ্তাহে ‘টেস্ট’ ছবিটি ২.৫ মিলিয়ন ভিউ পেয়েছে। এর ওয়াচটাইম হয়েছে ৬ মিলিয়ন ঘণ্টা। এটি গ্লোবাল নন-ইংলিশ ফিল্মের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। প্রথম সপ্তাহে এর ভিউ ছিল ২.৭ মিলিয়ন এবং ৬.৫ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছিল।

ছবিতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা মাধবনের ভিলেন রূপ দর্শকের দারুণ প্রশংসা পাচ্ছে। এটি দ্রুতই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে উঠছে। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে আগামী সপ্তাহেও ভিউ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ‘টেস্ট’ ছবিটি ‘ছাভা’, ‘পুষ্পা ২’, ‘দেবা’, ‘ধুম ধাম’-এর মতো সুপারহিট ছবিগুলোর সঙ্গে টক্কর দিচ্ছে।

ট্রেন্ড, ভিউ সংখ্যা এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের দিক থেকে বিচার করলে বলা যেতেই পারে ‘টেস্ট’ ওটিটির কনটেন্টের নতুন চমক।