December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 14th, 2025, 4:52 pm

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

 

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

তলবকালে তাকে জানানো হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা তার সমর্থকদের উসকানি মূলক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানাচ্ছেন। বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এমন ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ড কার্যকর করার জন্য দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।

ভারতীয় হাইকমিশনারকে ভারতের ভূখণ্ডে থাকা এই দলের সদস্যদের বাংলাদেশবিরোধী কার্যক্রমের প্রতি দৃষ্টি আকর্ষণ করাও হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিরা আসন্ন নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে। এই ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে ভারতের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধ করতে ভারতের সহযোগিতাও চাওয়া হয়েছে। যদি কেউ ইতিমধ্যেই ভারতের ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণ করার জন্য দাবি জানানো হয়েছে।

ঢাকা আশা প্রকাশ করেছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষায় ভারতের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

এদিকে, ভারতের হাইকমিশনার জানান, তারা চান বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং এই লক্ষ্যে তার দেশ সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

এনএনবাংলা/