ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের নয়াদিল্লি, কলকাতাসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদ জানানো হয় প্রণয় ভার্মার কাছে। একইসঙ্গে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে।
এটি গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার ঘটনা। অন্তর্বর্তী সরকারের সময়, নিরাপত্তা ও অন্যান্য ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে অন্তত ছয়বার তলব করা হলো।
নিরাপত্তা উদ্বেগের কারণে সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। হাইকমিশনের ফটকে একটি নোটিশ লাগিয়ে বলা হয়েছে, “পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সেবা বন্ধ থাকবে।” পাশাপাশি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি, কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ হাইকমিশন ও ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছে। শিলিগুড়িতে বিক্ষোভকারীরা ভিসা সেন্টারে তালা লাগিয়ে দিয়েছে এবং বাংলাদেশের পতাকা-সংবলিত ফ্লেক্স পোড়ানোর পাশাপাশি হুমকিও দিয়েছে।
গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। তখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সহযোগিতা চেয়ে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যে, হাদির ওপর হামলাকারীরা ভারতের ভূখণ্ডে আশ্রয় নেওয়া থেকে রোধ করা হোক এবং যদি আশ্রয় নেয়, তবে তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণের ব্যবস্থা করা হোক।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, পরবর্তী শুনানি ৭ জানুয়ারি
যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড হাতে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ
দুই দফায় সেন্টমার্টিনের ১৩ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি