January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 29th, 2023, 8:58 pm

ভারতে অ্যাপলের বিক্রি বেড়েছে ৪৮ শতাংশ

অনলাইন ডেস্ক :

২০২২-২০২৩ অর্থবছরে ভারতে অ্যাপলের বিক্রি ৪৮ শতাংশ বেড়ে ৪৯ হাজার ৩২১ কোটি রুপিতে দাঁড়িয়েছে। মুনাফার ক্ষেত্রেও সফলতা দেখিয়েছে কোম্পানিটি। এসময়ে অ্যাপল ইন্ডিয়ার লাভ ৭৬ শতাংশ বেড়ে ২ দুই হাজার ২২৯ কোটি রুপি দাঁড়িয়েছে। এতে দেশটিতে গত পাঁচ বছরের মধ্যে দ্রুত গতির প্রবৃদ্ধি দেখলো অ্যাপল। বিশ্লেষকরা জানিয়েছে, নতুন প্রজন্মের ডিভাইসের কারণে অ্যাপল ইন্ডিয়ার বিক্রি বেড়েছে। বিশেষ করে আইফোন বিক্রির মাধ্যমে। পাশাপাশি উপাদন খরচও কমেছে বলে জানানো হয়েছে। যদিও অ্যাপল ইন্ডিয়া বিক্রি বা মুনাফা বাড়ার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপল ইন্ডিয়া ৯৪ দশমিক ৬ শতাংশ আয় করেছে পণ্য বিক্রি করে। বাকি ৫ দশমিক ৪ শতাংশ আয় করেছে সার্ভিসের মাধ্যমে। এদিকে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লাভ ৩০ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির মোট লাভ হয়েছে ১৯ হাজার ৮৭৮ কোটি রুপি। আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির লাভ হয়েছিল ১৫ হাজার ৩৩২ কোটি রুপি। তেল ও গ্যাসের দাম বড়ার কারণেই কোম্পানিটির লাভ বেড়েছে উল্লেখযোগ্য হারে। একই সঙ্গে খুচরা ও ডিজিটাল সার্ভিসে প্রবৃদ্ধি দেখেছে কোম্পানিটি। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রিলায়েন্সের সমন্বিত আয় হয়েছে ২ দশমিক ৬ লাখ কোটি রুপি। যা আগের বছরের ২ দশমিক ৫ লাখ কোটি থেকে ১ দশমিক ২ শতাংশ বেশি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া