September 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 21st, 2025, 5:12 pm

ভারতে আইফোন ১৭ কিনতে মারামারি

 

আইফোন ১৭ মডেল প্রকাশ করার পর ভারতের ক্রেতাদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে। আইফোন ১৭ বিক্রির শুরুতেই দেশটির বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের অ্যাপল স্টোরে ক্রেতাদের ভিড়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

গত শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেই সঙ্গে রাজধানী দিল্লি ও দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতেও আইফোন ১৭ এর জন্য ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা গেছে।

এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপলের স্টোরে শুক্রবার সকালে নতুন আইফোন ১৭ কিনতে গিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে সেখানে একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়।

এদিকে, একটি ভিডিও প্রকাশ করেছেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। যেখানে দেখা গিয়েছে, দোকানের সামনে গ্লাসের দেয়ালের পাশে ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো অসংখ্য মানুষ একে অপরকে থাপ্পড় ও ঘুষি মারছে।

এ সময় লাল শার্ট পরা এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা টেনে বের করার চেষ্টা করলে তিনি এক প্রহরীকে আঘাত করতে চান। পরে অন্য এক গার্ড এসে তাকে সরিয়ে নেয়।

ভিডিওতে আরও দেখা যায়, এক ক্রেতা নিরাপত্তাকর্মীর খোঁজ করছেন, আর পেছনে মারামারি চলছেই। একজন লাঠিধারী গার্ড একা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এ সময় সাদাকালো শার্ট পরা আরেকজনকে কমব্যাট পোশাকধারী সশস্ত্র নিরাপত্তারক্ষী টেনে বের করে নিয়ে যায়।

এনডিটিভি বলছে, ভারতের বিভিন্ন শহরে একযোগে আইফোন ১৭ সিরিজের মোবাইল ফোন বিক্রি শুরু করেছে অ্যাপল। এ উপলক্ষে মুম্বাই ও দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরগুলোর সামনে সকাল থেকেই লম্বা লাইন দেখা গেছে।

এনএনবাংলা/