অনলাইন ডেস্ক
ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। সোমবার (৪ নভেম্বর) উত্তর প্রদেশের আগ্রার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যুদ্ধবিমানটি উন্নত সংস্করণের মিগ।
ভারতে দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় মিগ-২৯ দুর্ঘটনা। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে আরেকটি মিগ-২৯ রাজস্থানের বারমেরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনার সময়ও পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছিলেন।
এদিকে, ঠিক কী কারণে সোমবারের এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ভারতের বিমান বাহিনীও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া জানায়নি। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত মিগ-২৯ প্রশিক্ষণের কাজে ব্যবহার হচ্ছিল।
একটি ভিডিওতে দেখা যায়, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে বিমানটিতে আগুনে জ্বলছে। স্থানীয় লোকজন জ্বলন্ত বিমানের কয়েক ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে।
মিগ-২৯ সোভিয়েত রাশিয়ার সময়ে তৈরি একটি এয়ার সুপিরিওরিটি ফাইটার জেট। ন্যাটো এটিকে ‘ফুলক্রাম’ ও ভারতীয় নাম ‘বাজ’। ভারতীয় বিমান বাহিনীতে এটি ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। এই ফাইটার জেটের তুলনামূলকভাবে নিরাপদ ট্র্যাক রেকর্ড রয়েছে।
আরও পড়ুন
ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু, গৃহযুদ্ধের সম্ভাবনা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জেলেনস্কির শহরে শিশুসহ নিহত ১৮
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক