January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 7:42 pm

ভারতে আহত আলিফ আলাউদ্দীন

অনলাইন ডেস্ক :

অসুস্থ সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন। তার দুটি কিডনিই প্রায় ৯০ ভাগ অক্ষম হয়ে পড়েছে। সপরিবারে ভারতের চেন্নাইয়ে গেছেন আলিফ আলাউদ্দীন। সেখানে গিয়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তার স্বামী গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘১০ মার্চ ডায়ালাইসিস শেষে ফেরার পথে হাসপাতালের নিচে পড়ে যান আলিফ আলাউদ্দীন। পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছেন তিনি।’ ফয়সাল লেখেন, ‘ডায়ালাইসিস শেষ করে হাসপাতালের নিচেই গেটের সামনে অপেক্ষা করছিলাম ট্যাক্সির জন্য। আলিফ আমার পাশেই ছিল। হঠাৎ বিকট চিৎকার সে। আমি ঘুরে দেখলাম, আলিফ হাতের ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে পড়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে খেয়াল করলাম, তার সামনের স্টিলের গ্রিলে সে মাথায় আঘাত পাবে। আমি আমার হাত দিয়ে সেটা ঠেকাতে পারলাম ঠিকই, কিন্তু ও পড়ে গেল রেলিংয়ের চিকন গ্রিলের ওপর।’ তিনি আরও লেখেন, ‘চোখ ও কপালে আঘাত পেল। এরপর থেকে ওর জ্ঞান নেই। আমার সামনে পড়ে আছে আর কাঁপছে। চোখ উপরের দিকে, মুখ বাঁকা হয়ে আছে, হাতের কনুইয়ে ব্যথা পেয়েছে। তখন কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল, তার জান বের হয়ে গেছে শরীর থেকে। হাসপাতালের গার্ড চিৎকার করে স্ট্রেচারের ব্যবস্থা করে নিয়ে যায় ইমার্জেন্সিতে।’ জ্ঞান আসার পরও আলিফ কিছুই মনে করতে পারছিল না উল্লেখ করে ফয়সাল লেখেন, ‘ডায়ালাইসিসের সময় ব্লাড থিনার দেওয়া হয়। তার জন্য ব্যথা পাওয়া জায়গাগুলোতে রক্ত এসে ফুলে গেছে। তারপর আলিফের তিন দিন কেটেছে আইসিইউতে। সিটিস্ক্যান, এমআরআই, ইইজি, ইকো ও ইসিজি টেস্ট করানো হয়েছে। বর্তমানে চক্ষু বিশেষজ্ঞ দেখছেন। ইউরোলজিস্ট, নিউরোলজিস্ট ও নেফ্রোলজিস্ট-সবাই একটা করে রিপোর্ট চেক করছেন আর জানাচ্ছেন পরবর্তী পদক্ষেপ। ডাক্তারদের পরিপূর্ণ চেষ্টায় আলিফ এখন সেই অবস্থা থেকে অনেকটাই ভালো। তবে এখনো অনেক জটিলতা আছে। আগামী তিন মাস ওষুধ খেয়ে আবার সব টেস্ট করে ডাক্তারকে দেখাতে যেতে হবে।