অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা এলাকার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক মর্মান্তিক পদদলনের ঘটনায় অন্তত ১০ জন ভক্ত নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাসিবুগ্গা উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা (ডিএসপি) লক্ষ্মণ রাও
পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্যে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র দিন একাদশী উপলক্ষে হাজার হাজার ভক্ত ওই মন্দিরে সমবেত হয়েছিলেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় ক্রমে বেড়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে সামনের দিকে হুড়োহুড়ি শুরু হলে বেশ কয়েকজন ভক্ত মাটিতে পড়ে যান, ফলে পদদলনের ঘটনা ঘটে। এতে শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ঘটনাস্থল থেকে কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, একাদশী উপলক্ষে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে বিপুল জনসমাগমে পদদলনের ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
ঘটনার খবর পেয়ে রাজ্যের কৃষিমন্ত্রী কে. আচান্নাইডু মন্দিরে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এলাকাটিতে।
মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এক্স (পূর্বে টুইটার)–এ শোকবার্তায় বলেন, ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।
অবৈধ আয়োজন, অনুমোদনহীন অনুষ্ঠান
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল মন্দিরটি ব্যক্তিমালিকানাধীন এবং রাজ্য এনডাওমেন্টস বিভাগে নিবন্ধিত নয়। একাদশী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের জন্য কোনো সরকারি অনুমোদন নেওয়া হয়নি, এমনকি কর্তৃপক্ষ রাজ্য সরকারকেও অবহিত করেনি।
এছাড়া মন্দিরসংলগ্ন এলাকায় কিছু নির্মাণকাজ চলমান থাকায় এবং একই পথ দিয়ে প্রবেশ ও প্রস্থান করতে হওয়ায় ভিড়ের চাপ আরও বেড়ে যায়, যা শেষ পর্যন্ত দুর্ঘটনার রূপ নেয়।
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
মোদি এক্সে লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে পদদলনের ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
এদিকে, অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগন মোহন রেড্ডি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ১০ জন ভক্তের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকার যেন নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দেয় এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, এর আগেও রাজ্যের মন্দিরগুলোতে একই ধরনের দুর্ঘটনা ঘটেছে—যেমন তিরুপতিতে বৈকুণ্ঠ একাদশীতে ৬ জন এবং সিমহাচলম মন্দিরে ৭ জন ভক্ত প্রাণ হারিয়েছিলেন। তাঁর ভাষায়, বারবার এমন ঘটনা ঘটলেও সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি, যা প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন।
চলতি বছরের জানুয়ারিতেও তিরুপতিতে বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে অনুরূপ পদদলনের ঘটনায় ৬ জন ভক্ত নিহত হয়েছিলেন। টোকেন সংগ্রহের লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর গেট খোলার সঙ্গে সঙ্গে ভিড় সামলাতে না পারায় ওই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা মনে করছেন, কাসিবুগ্গার দুর্ঘটনাটিও সেই ঘটনারই পুনরাবৃত্তি।
এনএনবাংলা/

আরও পড়ুন
সেন্টমার্টিনে যাচ্ছে না কোনো জাহাজ, হতাশ পর্যটকরা
সন্ধ্যার মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী
ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি