অনলাইন ডেস্ক :
ভারতে এবার গরুর জন্য চালু হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা। দেশের প্রথম রাজ্য হিসেবে বিজেপি শাসিত উত্তর প্রদেশে এই সেবা চালু হচ্ছে। গত রোববার রাজ্যের দুগ্ধ উন্নয়ন, পশুপালন ও মৎস্যবিষয়ক মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। মন্ত্রী বলেন, গুরুতর রোগে আক্রান্ত গরুগুলোকে এই পরিষেবা দেওয়া হবে। এজন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এতে করে গুরুতর অসুস্থ গরুগুলোর দ্রুত চিকিৎসা লাভ সহজ হবে। লক্ষ্মী নারায়ণ চৌধুরী বলেন, অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য অনুরোধ জানানোর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই সেবা মিলবে। এই সময়ের মধ্যেই একজন পশু চিকিৎসক এবং তার দুই জন সহকারীসহ একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হবে। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে আটটি জেলায় এই পরিষেবা চালু হবে। গো সুরক্ষার এই উদ্যোগ যথাযথ বাস্তবায়নের দিকেও দৃষ্টি রাখবে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে লক্ষ্ণৌতে একটি কল সেন্টার স্থাপন করা হবে; যেখানে এই পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন সেবাগ্রহীতারা। এমন সময়ে উত্তর প্রদেশে গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা এলো যার মাত্র একদিন আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেছিলেন, ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে গোবর ও গোমূত্র। তার ভাষায়, ‘গরু বা বলদ ছাড়া অনেক কাজ এগোতে পারে না। অতএব, তারা খুব গুরুত্বপূর্ণ। গোবর ও গোমূত্র থেকে আপনি কীটনাশক থেকে শুরু করে ওষুধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য তৈরি করতে পারেন। সঠিক ব্যবস্থাপনা করা হলে গরু, তাদের গোবর ও মূত্র একটি রাজ্য এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে।’
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস