December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 15th, 2021, 1:17 pm

ভারতে করোনায় আরও ২৭২৬ মৃত্যু

মহামারি করোনায় জেরবার ভারতে কমেছে সংক্রমণ। দেশটির সংবাদমাধ্যম আনন্দ বাজার জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১-এ।

পাঁচদিন পর দেশটিতে দৈনিক মৃতের ৩ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। এ নিয়ে এখন পর্যন্ত সেখানে মোট প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জন।

ভারতের অধিকাংশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আক্রান্তের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১২৯ জন। ২ মার্চের পর এই প্রথমবার সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা এত কম হলো।

কর্নাটকেও আক্রান্তের সংখ্যা ৭ হাজারের নীচে নেমেছে। কেরালায় নতুন সংক্রমণ ৮ হাজারের নীচে। তবে তামিলনাড়ুতে দৈনিক আক্রান্ত সাড়ে ১২ হাজারের উপরেই রয়েছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ওডিশায় সংক্রমণ ৫ হাজারের নীচে নেমেছে।

পাশাপাশি ভারতে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। সোমবার সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখের নীচে নেমেছিল। গত ২৪ ঘণ্টায় তা প্রায় ৬০ হাজার কমেছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৯ লাখ ১৩ হাজার ৩৭৮ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার নেমেছে ৪ শতাংশের নীচে।