October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 6:45 pm

ভারতে চিকিৎসা নিতে এসে মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী

ভারতের কেরালার কোচিতে চিকিৎসার সময় কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স ছিল ৮০ বছর। বুধবার ওডিঙ্গার দপ্তরের এক সূত্র এই খবর রয়টার্সকে নিশ্চিত করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।

ভারতের সংবাদমাধ্যম মাথ্রুভূমি জানিয়েছে, চিকিৎসার সময় ওডিঙ্গা হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রাইলা ওডিঙ্গা ছিলেন কেনিয়ার প্রভাবশালী রাজনীতিক ও বিরোধীদলীয় নেতা। পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরও তিনি কখনও নির্বাচনে জয়ী হননি। এর মধ্যে দুটি নির্বাচন ভয়াবহ সহিংসতায় পরিণত হয়েছিল, যেখানে বহু মানুষ নিহত হয়।

গণতন্ত্রকামী নেতা হিসেবে ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আন্দোলনের ফলেই ১৯৯১ সালে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হয় এবং ২০১০ সালে নতুন সংবিধান প্রণয়ন করা হয়।

২০০৭ সালের বিতর্কিত নির্বাচনের পর তার নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ দেশের স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ওই সময় প্রায় ১,৩০০ মানুষ নিহত হন এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারান।

এনএনবাংলা/