অনলাইন ডেস্ক :
ভারতে দীপাবলিতে বাজি ফোটাতে গিয়ে প্রাণ গেল এক শিশুর। বাসের মধ্যে প্রদীপ সাজাতে গিয়ে পুরো বাসে আগুন লাগারও ঘটনা ঘটেছে। সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুজনের। ভারতের অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমে বাজি ফোটাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১১ বছরের ছেলের। একই রাজ্যে বাজির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি মাটির বাড়ি।বাজির ফুলকি থেকে রাজধানী দিল্লির গান্ধী নগরে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগে যায়। তিনজন আটকে পড়েন কারখানার ভেতরেই। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে। সবাই অল্পবিস্তর আহত হয়েছে। একজন দমকলকর্মীও আহত হয়েছেন। প্রশান্ত বিহার এলাকায় একটি রেস্তোরাঁয় আগুন লেগে গেছে। তবে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনী জানিয়েছে, দীপাবলিতে মোট ২০১টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ভারতে। যা গতবারের চেয়ে ৩২ শতাংশের বেশি। গ্রেটার নয়ডায় একটি উঁচু ভবনের ১৬ তলায় বাজি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত দমকল বাহিনীর কর্মীরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মুম্বাইয়ে একটি সাততলা বাড়িতে বাজি থেকে আগুন লেগে যায়। সেখানেও হতাহতের কোনো খবর নেই। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় বাজি তৈরির মসলা রাখা ছিল একটি গুদামে। সেখানেই এসে পড়ে বাজির আগুন। তা থেকে অগ্নিকান্ড ঘটেছে। বিস্ফোরণে ছাদে ফাটল ধরেছে। সেই আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। মহারাষ্ট্রের পুণে শহরে একাধিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাজির আগুন থেকে পরপর রাখা সাতটি বাইক পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছেন কয়েকজন। হায়দরাবাদে একাধিক অগ্নিকান্ডেরঘটনায় ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বাজি পোড়াতে গিয়ে হায়দরাবাদে চোখ হারিয়েছে এক শিশু। ওড়িশার ঢেঙ্কানল জেলায় একটি বাজির দোকানে আগুন লেগে যায়। তাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। উত্তরপ্রদেশের আগরায় একটি তিনতলা বাড়িতে জ¦লন্ত বাজি গিয়ে পড়ে। এতে আগুন লেগে যায়। একতলায় থাকা একটি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বন্ধ গুদামে বাজি মজুদ করা ছিল বলে অভিযোগ। দমকলকর্মীরা দোতলায় থাকা একটি পরিবারকে সুরক্ষিতভাবে বের করে আনেন। এ ছাড়া আরো একাধিক দুর্ঘটনার কথা জানা গেছে। তবে প্রাণহানির খবর নেই। দীপাবলির পর আজ সকালে ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান একেবারে খারাপ অবস্থায় আছে। যদিও দূষণের হার গত বছরের তুলনায় কমেছে। সিপিসিবি জানিয়েছে, গত সোমবার দিল্লিতে বাতাসের মান ছিল ৩১২। সূত্র : আনন্দবাজার, এনডিটিভি।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩