January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 3rd, 2022, 8:10 pm

ভারতে দুর্গাপূজার মন্ডপে আগুনে নিহত ৫

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তর প্রদেশে দুর্গাপূজার একটি মন্ডপে বড় ধরনের অগ্নিকান্ডে তিন শিশুসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৬৬ জন। গত রোববার রাতে রাজ্যটি ভাদোহি শহরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তমীর দিন আরতি দেওয়ার সময় রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মন্ডপের প্যান্ডেলের ভেতরে প্রায় দেড়শ মানুষ ছিল বলে পুলিশ জানিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা। একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাথিকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। রাথি বলেন, ‘প্যান্ডেলটির একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো মন্ডপজুড়ে ছড়িয়ে পড়ে। ‘রাতের এ ঘটনায় ৪৫ বছর বয়সি এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। পরে সোমবার (৩রা অক্টোবর) সকালে হাসপাতালে আরও দুটি শিশু ও আরেক নারীর মৃত্যু হয়।’ এ ঘটনায় একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার অনিল কুমার জানিয়েছেন।