অনলাইন ডেস্ক :
ভারতে নতুন করে একদিনে ৩৯ হাজার ৩৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জন।
দৈনিক শনাক্তের হার ৩৫ দিন পর তিন শতাংশের উপরে দাঁড়িয়েছে। এদিকে নতুন করে ৪১৬ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২০ হাজার ৯৬৭ জনে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানায়।
ভারতে বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ ১১ হাজার ১৮৯ জন যা মোট সংক্রমনের ১.৩১ শতাংশ। সুস্থতার হার বর্তমানে ৯৭.৩৫ শতাংশ।
দেশটিতে দৈনিক শনাক্তের হার বেড়ে হয়েছে ৩.৪১ শতাংশ। সাপ্তাহিক শনাক্তের হার বেড়ে হয়েছে ২.৩১ শতাংশ। এছাড়া দৈনিক মৃত্যুহার দাঁড়িয়েছে ১.৩৪ শতাংশে।
আরও পড়ুন
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: সেদিন আসলে কী ঘটেছিল?
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭