অনলাইন ডেস্ক :
নির্মাণাধীন সেতু ভেঙে তার নিচে চাপা পড়েছে ৩০ জন। এ ছাড়া এ ঘটনায় নিহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ)সকাল ৭টার দিকে সেতুটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর স্থানীয়ভাবে উদ্ধার প্রচেষ্টা শুরু হয়। কর্তৃপক্ষ ধারণা করছে, সেখানে ৩০ জন শ্রমিক আটকা পড়েছে। নির্মাণাধী সেতুটি ভেড়ে পড়ার পর সেখানে বিশৃঙ্খলা ও ধ্বংসলীলার দৃশ্যে পরিণত হয়েছে।
প্রতিবেদন অনুসারে, কোসি নদীর ওপর ৯৮৪ কোটি রুপি ব্যয়ে সেতুটি তৈরি করা হচ্ছে। কিছুদিন আগেই বিহারের ভাগলপুরে প্রায় একইভাবে ভেঙে পড়েছিল একটি নির্মাণাধীন সেতু। তা নিয়ে বিহারের সরকার এবং বিরোধী দলের মাঝে ইতিমধ্যেই বাগবিত-া চলছে। গঙ্গা নদীর ওপর নির্মিত চার লেনের সেতুটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সূত্র : এনডিটিভি
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের