January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 23rd, 2021, 2:12 am

ভারতে পাচারকালে স্বর্ণের বার জব্দ, হিলিতে আটক ১

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এই সময় এক চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাড়ীপুকুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নজরুল ইসলাম (৫০) উপজেলার রায়ভাগ গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিজিবির একটি টহলদল সীমান্তের হাড়ীপুকুর এলাকায় অবস্থান নেয়। এই সময় নজরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে টহলদলের কাছাকাছি এলে তাকে থামানোর সংকেত দেয়া হলে নজরুল মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা নজরুলকে আটক করে ক্যাম্পের নিয়ে আসে। এরপর তার মোটরসাইকেলের হেডলাইটের ভেতরে অভিনব কায়দায় রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করে। এসময় র মোটরসাইকেল, ১টি মোবাইল ফোনসহ ৪টি সিম কার্ডও জব্দ করা হয়েছে।

জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৪০ ভরি এবং এর আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।

নায়েব সুবেদার জানান, উদ্ধার করা স্বর্ণ, মোটরসাইকেল হিলি শুল্ক গুদামে জমা দেয়া হবে এবং আটককৃতের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—ইউএনবি