January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 5th, 2022, 7:57 pm

ভারতে প্রতিযোগিতার দৌড়ে বাংলাদেশের ছবি

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ১৫ ডিসেম্বর

অনলাইন ডেস্ক :

১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আর এই উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করবে বাংলাদেশি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। গত রোববার উৎসব কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েব সাইটে চলচ্চিত্রের লাইন আপ প্রকাশ করে। সেখান থেকে জানা যায়, আসন্ন এই উৎসবে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে জায়গা করে নিয়েছে মোট ১৪টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে ঠাঁই পেয়েছে মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এই বিভাগের ছবিগুলো বিচারের দায়িত্বে রয়েছেন মোট ৫জন। এরমধ্যে চেয়ারপারসন হিসেবে প্রযোজক ও চলচ্চিত্রের বাণিজ্য বিস্তার নিয়ে কাজ করা ইলিয়ানা জাকোপলু ছাড়াও রয়েছেন মানো খলিল, শালিনী ডোরে, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল। এবারের উৎসবে ৫২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, ৫৭টি দেশ থেকে জমাকৃত ১০৭৮টি চলচ্চিত্রের মধ্যে বাছাই করে ১৮০টি চলচ্চিত্র দেখানো হবে। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। উৎসবে স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে হাজির হবেন তিনি।