বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে ভারতে প্রবেশের অভিযোগে আটকের দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারতের ত্রিপুরায় সীমান্ত পেরিয়ে প্রায় একশো মিটার ভেতরে দুই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের প্রবেশের অভিযোগ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিএসএফ এক সশস্ত্র বাংলাদেশি সীমান্তরক্ষীকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ওই সদস্য ত্রিপুরার সেপাহিজলা জেলার কামঠানা গ্রাম হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিলেন।
বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে মধুপুর থানার আওতাধীন কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। আটক সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বিজিবির ৬০তম ব্যাটালিয়নের সদস্য।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মিরাজ এবং আরেক বিজিবি সদস্য সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট দিয়ে ভারতের প্রায় ১০০ মিটার ভেতরে প্রবেশ করেন এবং একটি চা-বাগানে ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা মিরাজকে আটক করতে পারলেও অপর সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।
ইতোমধ্যেই দুই বাহিনীর কমেন্ডান্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আটক বিজিবি সদস্যকে ফেরতের বিষয়ে ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করা হচ্ছে। বর্তমানে আটক বিজিবি সদস্যকে কামথানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে সশস্ত্র ছিল এবং তার উদ্দেশ্য যাচাই করা হচ্ছে বলে বিএসএফ-এর এক কর্মকর্তা জানিয়েছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
গাজায় দুর্ভিক্ষের ঘোষণা জাতিসংঘের
‘মব’ সৃষ্টি করে তিন কিশোরকে পিটুনি, একজনের মৃত্যু
এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ‘কর্মী ভিসা’