নিউজ ডেস্ক :
ভারতে তিন মাস পর সর্বনিম্ন দৈনিক শনাক্ত পাওয়ার পর থেকে পরপর দুই দিন ধরে নতুন রোগী বেড়েছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৫৪০৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় আরও ১৩২১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২৬৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল; যা ৯১ দিনের মধ্যে সর্বনিম্ন ছিল। তারপর থেকে গত দুই দিন ধরে শনাক্ত নতুন রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বুধবার ৫০ হাজারের চেয়ে বেশি রোগী শনাক্তের পর বৃহস্পতিবার তার চেয়ে ছয় দশমিক তিন শতাংশ বেশি আক্রান্ত পাওয়া গেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে শনাক্ত রোগীর সংখ্যায় তিন কোটির উদ্বেগজনক মাইলফলক পার করে ভারত। এখন দেশটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৮২ হাজার ৭৭৮ জনে।
আরও পড়ুন
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩
খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ