অনলাইন ডেস্ক :
ভারতে একদিনে করোনায় মৃত্যু ২০২০ জনেরমধ্য প্রদেশে মৃত্যুর সংখ্যা নতুন করে সমন্বয়ের পর ভারতে একদিনে মৃত্যু দেখানো হয়েছে দুই হাজার ২০ জন। এ দিনের মৃত্যুর সঙ্গে মধ্য প্রদেশের এক হাজার ৪৭৮ জনকে সমন্বয় করা হয়।
তবে দেশটির দৈনিক মৃত্যু ছিল ৬৫৮ জন। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ। যা গত ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন।
এদিকে সংক্রমণ কমে আসায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের স্কুল খোলার বিষয়ে গাইডলাইন দিয়েছে দেশটির কেন্দ্রীয় রোগ নিরাময় কেন্দ্র। তবে মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায়। দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ বাড়ায় রাজধানী সিউলে জিম বন্ধ করতে বলেছে দেশটির কর্তৃপক্ষ।
অন্যদিকে ইন্দোনেশিয়ায় একদিনে মারা গেছে ৮৬৪ জন। শনাক্ত হয়েছেন ৪০ হাজারের বেশি ব্যক্তি। হঠাৎ করে দেশটিতে করোনা সংক্রমণ বাড়ায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।
আরও পড়ুন
ইয়েমেনে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৮০
মার্কিন চাপে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে কানাডা
ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় ৬৪ ফিলিস্তিনি নিহত