অনলাইন ডেস্ক :
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের কিন্নার জেলায় বুধবার ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসে একটি বাসসহ কয়েকটি যানবাহন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে।
হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রাজ্যের কিন্নর জেলার রেকং পিও-সিমলা মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ছাড়াও প্যারা মিলিটারি ইন্দো-তিব্বতীয় বর্ডার ফোর্স (আইটিবিপি) শিগগিরই উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আইটিবিপি টুইট করেছে, হিমাচল প্রদেশের কিন্নর জেলার রেকং পিও-শিমলা হাইওয়েতে আজ (বুধবার) একটি ভূমিধসের খবর পাওয়া গেছে। এতে একটি ট্রাক, একটি বাস ও কয়েকটি যানবাহন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে অনেকেই আটকা পড়ে আছে।
এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিহতদের নিকটবর্তী একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তাদেরও একই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে বলেছে, নরেন্দ্র মোদি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
আরও পড়ুন
ভূমিকম্পের ঝুঁকির মুখোমুখি ঢাকা বাংলাদেশ
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
বিমানবন্দরেই দেখা ইচ্ছে মা-ছেলের