January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 28th, 2022, 1:24 pm

ভারতে মুসলিম সাংবাদিক গ্রেপ্তার

টুইট বার্তার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ভারতের রাজধানী থেকে একজন শীর্ষস্থানীয় মুসলিম সাংবাদিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ জুবায়ের ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা।

কর্তৃপক্ষ বলছে,জুবায়েরের সাম্প্রতিক টুইটগুলো মুসলমানদের নবী মুহাম্মদ (সা)কে নিয়ে বিজেপির মুখপাত্রদের করা অপমানমূলক মন্তব্য তুলে ধরে অনেক মুসলিম দেশকে প্রতিবাদ জানাতে প্ররোচিত করেছে এবং দেশব্যাপী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে।

অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেছেন, তার সহকর্মীকে দিল্লি পুলিশ একটি ভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এবং সোমবার রাতে ‘এই নতুন মামলায়’ গ্রেপ্তার করেছে।

সিনহা টুইট বার্তায় জানিয়েছেন,বারবার অনুরোধ করা সত্ত্বেও তাদের কোন এফআইআর কপি দেয়া হচ্ছে না।

এ ঘটনায় অনেকেই সরকারের নিন্দা জানিয়েছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে লিখেছেন, ‘সত্যের একটি কণ্ঠকে গ্রেপ্তার করা মাত্র আরও হাজার কন্ঠস্বরের জন্ম হবে।’

—ইউএনবি