ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর মুহূর্তেই আগুন ধরে যায় চলন্ত বাসটিতে। শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে কুর্নুলের চিন্নাটেকুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাসটিতে ভয়াবহ আগুন ধরে যায়।
প্রায় ৪৪ জন যাত্রী নিয়ে বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে গেলে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় কয়েকজন জানালা ভেঙে বের হলেও বেশিরভাগই ভিতরে আটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো বাসটি পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহতদের অনেকের দেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে তাদের পরিচয় শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তার সন্ধানে অভিযান চলছে। দুর্ঘটনার কারণ তদন্তে বিশেষ দল কাজ শুরু করেছে।
ডিআইজি কোয়া প্রবীণ বলেন, ‘বাসের ভেতরে থাকা দাহ্য পদার্থ অনেকের মৃত্যুর কারণ হতে পারে। যদিও জ্বালানি ট্যাঙ্ক অক্ষত ছিল, তবু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে সরকারি সফরে দুবাইয়ে থাকা নায়ডু এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভারতীয় ভিসা কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু
সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না: প্রধান বিচারপতি
জেআইসি সেলে গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আজ