অনলাইন ডেস্ক :
পশ্চিম ভারতের একটি লবণ প্রক্রিয়াকরণ কারখানায় একটি প্রাচীর ধসে অন্তত ১২ জন শ্রমিক নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে।
বুধবার দেশটির একজন সরকারি প্রশাসক এ তথ্য জানিয়েছেন।
জেলা কর্মকর্তা জেবি প্যাটেল জানিয়েছেন, গুজরাট রাজ্যের রাজধানী গান্ধীনগর থেকে ২১৫ কিলোমিটার পশ্চিমের মোরবি জেলার কারখানার দেয়ালের ধ্বংসাবশেষের নিচে লবণ কারখানার শ্রমিকদের চাপা পড়ে থাকতে দেখা গেছে।
প্যাটেল জানিয়েছেন, আহত ১৩ জন শ্রমিকের বেশিরভাগই আহত হলেও তাদের প্রাণনাশের আশঙ্কা নেই।
তিনি আরও বলেন, উদ্ধার কাজ প্রায় শেষ। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
প্রাচীর ধসের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মৃত্যুকে হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, অত্যন্ত বেদনাদায়ক এই মুহুর্তে শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।’
ভারতে ভবন ধসে পড়ার ঘটনা একটি সাধারণ ঘটনা। কারণ অধিকাংশ ভবনই নিম্নমানের উপাদান ব্যবহার করে নির্মাণ করা হয়।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে ২০১৩ সালে একটি ভবন ধসে অন্তত ৭২ জন নিহত হয়।
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন