অনলাইন ডেস্ক :
ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে বিয়ের যাত্রীদের বহনকারী একটি ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। গত রোববার মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার শিকার ব্যক্তির রাজস্থান থেকে রাজগড়ের কুমালপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। জেলা কালেক্টর হর্ষ দীক্ষিত বলেছেন, নিহতরা রাজস্থানের ঝালাওয়ার ও বারান জেলার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে। তাদের জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ভোপালের হামিদিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।
হর্ষ আরও বলেন, ৪০ থেকে ৫০ জন রাজস্থানের ঝালাওয়ার জেলার মোতিপুরা থেকে ট্রাক্টর-ট্রলিতে করে রাজগড়ের কুমালপুরে একটি বিয়েতে যাচ্ছিল। পথে পিপলোদি গ্রামের কাছে ট্রাক্টর-ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ জানিয়েছে, উল্টে যাওয়ার পর লোকজন এর নিচে আটকা পড়ে। পরে গভীর রাত পর্যন্ত জেসিবির (জোসেফ সিরিল ব্যামফোর্ডের) সহায়তায় তাদের সেখান থেকে বের করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত
হাসিনার লুটপাটকে থিম করে নতুন পোস্টার প্রকাশ